দেখতে দেখতে তিন বছর কেটে গেল। গত ২০১৯ সালের ২৬ শে জুন, আমার বাবা আলহাজ্ব সোলায়মান হাসান শাহ্, পৃথিবীর মায়া ত্যাগ করে, না ফেরার দেশে চলে যান। আজ ২৬ জুন আমার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী তৎউপলক্ষে আমাদের বাড়িতে কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, যেন তিনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হন। এবং বাবার মৃত্যুবার্ষিকীতে অংশ গ্রহণ করে বাধিত করবেন।
আয়োজনে সাংবাদিক মো. সাদিকউর রহমান শাহ্ (স্কলার), কলেজ স্টেশন নীলফামারী সদর ৫৩০০।
0 মন্তব্যসমূহ