পঞ্চগড়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক কর্মশালা


মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধিঃ
 

পঞ্চগড়ের গণমাধ্যম কর্মীদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই নিনব্যাপী কর্মশালা আজ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পি ফর ডির টিম লিডার আর্সেন স্টেফিয়িন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পি ফর ডির ফোকাল কর্মকর্তা মনজুরুল আলম। প্লাটফর্ম ফর ডাযায়গ (পি ফর ডি) ও জাতীয় গণমাধ্যম ইনন্সিটিউট এ কর্মশালার আয়োজনের ।

কর্মশালার প্রথম দিনে শুদ্ধাচার নিয়ে মন্ত্রী পরিষদ বিভগের যুগ্ন সচিব আয়েশা আক্তার, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সেবা প্রদান বিষয় ও বাংলাদেশ বেতারের উপ পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম তথ্য অধিকার আইন নিয়ে আলোচন করেন। 

এসব আলোচনায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আমির খসরু লাবলু, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, রফিকুল ইসলাম, লুৎফর রহমান, কামরুল ইসলাম কামু বক্তব্য দেন। কর্মশালায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্স মিডিয়ার ৩০ জন কর্মী অংশ নিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ