নীলফামারী ডিমলায় জাতীয় ভোটার দিবস পালন


জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
  

"বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয় " এবারের এই প্রতিপাদ্যে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২-মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্দোগে  উপজেলা নির্বাচন কার্যালয় চত্বরে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরনের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ মাহবুবা আক্তার বানু। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, 

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ যারা নতুন ভোটার হতে আসবেন তাদের কে তাৎক্ষণিক  ভোটার করা হবে। এছাড়াও ২০১৯ সালের ভোটার হওয়া ব্যক্তিদের স্মার্ট কার্ড প্রদান চলমান থাকবে। সেই সাথে যারা এখনো কোভিট-১৯ এর ভ্যাকসিন নেননি তাদেরকে ভ্যাকসিন গ্রহণ করার বিশেষ ভাবে আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ