পঞ্চগড় জেলা স্কাউটস্রে ত্রি-বাষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলা স্কাউটস্রে দশম ত্রি-বাষিক ও সপ্তদশ বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস্ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রথম অধিবেশনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। এ সময় জেলার ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ,পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান,পঞ্চগড় সরকারী বিপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদল,জেলা স্কাউটস্রে সম্পাদক মো মফিজুল ইসলাম,লিডার ট্রেইনার (এলটি) মো. আরিফ হোসেন চৌধুরী সহ জেলা স্কাউটস্রে ৫৩ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সভার দ্বিতীয় অধিবেশনে জেলা প্রশাসক ও জেলা স্কাউটস্রে সভাপতি ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কাউন্সিল সভায় আগামী ৩ বছরের জন্য পদাধিকার বলে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন সভাপতি, মো মফিজুল ইসলাম সম্পাদক ও দীপক চন্দ্র সরকার কমিশনার নির্বাচিত হন। সভায় জানানো হয়, আগামী সভায় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যেমে ৪০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। উল্লেখ্য মো মফিজুল ইসলাম টানা তৃতীয় বারের মত সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ