কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন


রাশেদ কুড়িগ্রামঃ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০-২১ এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুর্ধ-১৬ বছর বয়সী বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান লোবান। 

সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন নাসির৷ ।বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ আহসান হাবীব নীলু, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, প্রমুখ।

এসময় আরো একটি ভলিবল খেলার উদ্বোধন ও অলিম্পিকে কুড়িগ্রামের অংশগ্রহণকারীদের সংর্বধনা দেয়া হয় অনুষ্ঠানটির মাধ্যমে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ