নীলফামারীর ডোমারে রেলপথ মন্ত্রীর উদ্বোধনী প্রস্তুতি কাজের পরিদর্শন


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার:
 

ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রুটে রেল যোগাযোগ পূন:চালুকরণে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশনে উদ্বোধনী ফলক উম্মোচন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

আগামী ১৭ ডিসেম্বর দু’দেশের প্রধানমন্ত্রী রেল যোগাযোগ উদ্বোধনের লক্ষ্যে আজ রবিবার বিকালে রেলপথ মন্ত্রী ডোমারের চিলাহাটিতে দু’দেশের জাতীয় পতাকা সম্বলিত উদ্বোধনী ড্যামি ও কাজের পরিদর্শন করেন। 

এসময় রেলপথ মন্ত্রী বলেন, ডোমারের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেল যোগাযোগ দীর্ঘ ৫৫ বছর বন্ধ থাকার পর  পূন:চালুকরণের মাধ্যমে আবারো শুরু হতে যাচ্ছে দু’দেশের ব্যবসা বানিজ্যের প্রসার।

এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান পিপিএম বিপিএম, ৫৬ বিজিপি’র অধিনায়ক মামুনুল হক মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান প্রমূখ সহ রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ