হিলি মেহেরুন্নেসা ক্লিনিকে সীলগালা ও অর্থদণ্ড


মোসলেম উদ্দিন, হিলি স্থলবন্দর প্রতিনিধিঃ 
দিনাজপুরের হিলির মেহেরুন্নেসা ক্লিনিকে সীলগালা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম। আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে হিলি সিপির মেহেরুন্নেসা ক্লিনি অনুমোদনহীন ভাবে পরিচালনার দায়ে সীলগালাসহ ক্লিনিকের বিভিন্ন সরঞ্জাম এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-আলম জানান, অনুমোদনহীন মেহেরুন্নেসা ক্লিনিকটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে। বৈধতা না থাকায় বেসরকারি ক্লিনিকটিকে মেডিকেল অর্ডন্যান্স ১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক ক্লিনিক মালিক কে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং এনেস্থিসিয়া এপারেটাস সহ যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয় ও অবৈধ প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।তিনি আরও জানান, সরকারী নির্দেশনা অমান্য করায়  ল্যাব টেকনিশিয়ান সাদ্দামকে ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ