ডোমারে কাবিটা, টিআর প্রকল্পের চেক ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডোমারে ২০২০-২১ অর্থ বছরের সমপর্যায়ে নির্বাচনী এলাকা ভিত্তিক গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য কাবিটা ও টিআর প্রকল্পের চেক এবং পাঁচ হাজর ছয়শত কৃষকের মাঝে বোরো হাইব্রীড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উক্ত বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, প্রকৌশলী মিজানুর রহমান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসবাহুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে কাবিটা প্রকল্পের ২২ হাজার পাঁচ শত টাকার পঞ্চাশটি চেক ও টিআর প্রকল্পের ৫০ হাজার টাকার ১১টি ও ৭৫ হাজার টাকার তিনটিসহ মোট ১৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এরপর পাঁচ হাজার ছয়শত কৃষকের প্রত্যেকের মাঝে দুই কেজি করে বোরো হাইব্রীড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ