মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
দৈনিক করতোয়া’র নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র নানি খায়রুন্নেছা আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঝাঁড়ুয়া চৌধুরী পাড়া গ্রামের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে সন্তান, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন,শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ নামাজে আছর খাতামধুপুর ইউনিয়নের ঝাঁড়ুয়া চৌধুরীপাড়া গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
0 মন্তব্যসমূহ