জলঢাকায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের আঘাতে নিহত ১ গ্রেফতার ১


আব্দুল মালেকঃ

নীলফামারীর জলঢাকায় রোববার সাকালে জমিতে ড্রেন স্থাপন করা নিয়ে প্রতিপক্ষের হামলায় তৌহিদুল ইসলাম (বাবুল) (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ী উপজেলার পূর্ব বালাগ্রামের ৬নং ওয়ার্ডে। তার পিতা- প্রয়াত আব্দুল জব্বার। 

এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন ফজলু হোসেনের ছেলে রিপন (৩২)। ঘটনার বিবরণে প্রকাশ, মৃতের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত জটিলতা ছিল একই এলাকার গেল্লা মামুদের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও ফজলু হোসেনের ছেলে রিপন (৩২) এর পরিবারের। 

ঘটনার দিন বাড়ীর পাশে রাস্তায় পানি নিস্কাশনের জন্য ড্রেন স্থাপন করতে যান তৌহিদুল ইসলাম এসময় ড্রেন স্থাপনে বাধা প্রদান করে ফজলুর ছেলে রিপন সহ তার সাঙ্গ-পাঙ্গরা। একপর্যায়ে দুই পক্ষের বাকবিতন্ডা শুরু হলে চলে হাতাহাতি মুহুর্তেই ঘটনাস্থলে বুকে কাস্তির গোরার আঘাতে বাবুলের অবস্থা আশংখ্যা জনক হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

সেখানে তার মৃত ঘটে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ