সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন


খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারীঃ

সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

শনিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, বাড়ী ঘরে অগ্নিসংযোগ, ধর্ষন ,ছাত্রদের ছাত্রত্ব বাতিল, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি এবং গ্রেফতারকৃতদের মুক্তি,জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ। স্থানীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত সহ¯্রাধিক নারী পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ’র কিশোরগঞ্জ উপজেলা সভাপতি প্রান কৃষ্ণ রায় প্রান্ত,সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র রায়,নীলফামারী জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী রায়, কিশোরগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অনিতা রাণী মহন্ত,সাধারণ সম্পাদক মিথুন কুমার রায়,স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি পতিরাম চন্দ্র রায়,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফণি ভূষন মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ’র সভাপতি করুনাকান্ত রায়,সাধারণ সম্পাদক মিলন কুমার মহন্ত প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ