ভ্রাম্যমান আদালত সৈয়দপুরে এনজিও কর্মীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড


মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর সৈয়দপুরে এনজিওতে কর্মরত নারী কর্মীকে উত্যক্তের দায়ে আলমগীর হোসেন(২৪) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ওই দন্ডাদেশ দেন।

 দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খানাবাড়ী এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আদালত সূত্রে জানা গেছে,  সৈয়দপুর উপজেলায় কর্মরত একটি এনজিও'র মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের এক নারীকর্মী আজ মঙ্গলবার  সকালে অফিসের কাজে বাঙ্গালীপুর ইউনিয়নে যান। 

তিনি সেখানে কাজ শেষে তাঁর কর্মস্থলে ফিরে আসার পথে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ায় আসা মাত্রই সেখানে আলমগীর হোসেন নামের ওই যুবক এনজিও কর্মীকে রাস্তায় একা পেয়ে উত্যক্ত করতে থাকে। এসময় ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন  সেখানে গিয়ে ওই যুবককে  আটক করেন। 

পরে মোবাইল ফোনে ঘটনাটি পুলিশকে জানানে হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক লক্ষী নারায়ণ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেন। পরে স্থানীয় লোকজন আটক ওই যুবককে পুলিশে সোপর্দ করে। 

এসময় সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে এনজিওর নারী কর্মীকে উত্যক্তের দায়ে যুবক আলমগীর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন  আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। 

ভ্রাম্যমান আদালতে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান জানান, দন্ডপ্রাপ্ত ওই যুবককে আজ বিকেলে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ