বিশেষ প্রতিনিধিঃ
সংগঠন বিরোধী কর্মকান্ড ও সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুর দুইটায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন করেন দলিল লেখক সমিতির সদস্যরা।
দলিল লেখক সমিতির সভাপতি আহমেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সহ-সভাপতি হাসানুর রহমান সরকার, ভরত চন্দ্র সরকার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সহ সম্পাদক আনিসুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক নুর আলম সরকার ও লুৎফর রহমান সরকার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, সংগঠন বিরোধী কর্মকান্ড করায় আনিছুর রহমান সরকার ও মোস্তাফিজার রহমান সরকারকে সমিতির সকল সদস্যদের মতামতক্রমে বহিষ্কার করা হয়। যার ফলে আজকে তারা সাংবাদিকদের মিথ্যে ও ভুল তথ্য দিয়ে সংবাদ সংবাদ প্রকাশ করে, আমরা তাদের এই প্রকাশিত মিথ্যা সংবাদটির তীব্র নিন্দা জানাই।
মানববন্ধনে বক্তৃতারা তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবী করেন।
0 মন্তব্যসমূহ