জলঢাকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় দলিল লেখক সমিতির মানববন্ধন


বিশেষ প্রতিনিধিঃ

সংগঠন বিরোধী কর্মকান্ড ও সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুর দুইটায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন করেন দলিল লেখক সমিতির সদস্যরা। 

দলিল লেখক সমিতির সভাপতি আহমেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সহ-সভাপতি হাসানুর রহমান সরকার, ভরত চন্দ্র সরকার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সহ সম্পাদক আনিসুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক নুর আলম সরকার ও লুৎফর রহমান সরকার সহ আরো অনেকে। 

এ সময় বক্তারা বলেন, সংগঠন বিরোধী কর্মকান্ড করায় আনিছুর রহমান সরকার ও মোস্তাফিজার রহমান সরকারকে সমিতির সকল সদস্যদের মতামতক্রমে বহিষ্কার করা  হয়। যার ফলে আজকে তারা সাংবাদিকদের মিথ্যে ও ভুল তথ্য দিয়ে সংবাদ সংবাদ প্রকাশ করে, আমরা তাদের এই প্রকাশিত মিথ্যা সংবাদটির তীব্র নিন্দা জানাই। 

মানববন্ধনে বক্তৃতারা তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ