রফিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের ডিবি রোডে কয়েকটি বেসরকারি সংস্থা ও নারী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নারী নেত্রী ও মানববন্ধনে অংশ নেয়া শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন,অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, রিকতু প্রসাদ,শিরিন আক্তারসহ অন্যরা। বক্তারা, নোয়াখালী ও সিলেটের এমসি কলেজের ঘটনাকে বর্বর উল্লেখ করে ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান সেই সাতে ধর্ষণ ও নারীর প্রতি সকল সহিংসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান তারা।
0 মন্তব্যসমূহ