কেন এই নিঃসঙ্গতা



সাহানারা পারভীন (ছোঁয়া)

কেন এই নিঃসঙ্গতা ????
কেন আজ জীবন জুড়ে,
দৃষ্টি আমার সীমান্তে গিয়ে
ফিরে আসে বারে বারে।।
নিশীথিনী আমি জেগে থাকি একা
প্রভূ একি তোমার খেলা???
কেটেছে একেলা নিশি দিন
কেটেছে বিরহের বেলা।।।।
কেন অবহেলায় ক্লান্ত এ হৃদয়,
ঝরা পাতা আমি,ঝরে গেছি
ঝরে গেছি বড় অবেলায়।।।
জীবনের পাতা উল্টে দেখি,
লেখা নেই কিছু হোথা
লেখা আছে শুধু
শুধু বিরহ মালা গাঁথা।।।
চাই নি যখন তবে কেন তখন
এসেছিলে মোর তরে???
চেয়েছিনু তোমায় অষ্টপ্রহর
মোর জীবনের তরে।।।
মিছে অভিমানে কেন চলে গেলে?
জীবন শিখা জলে নাতো আর
শুধুই নিবু নিবু করে।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ