দিনাজপুরের বীরগঞ্জে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় সভা

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ 
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সাথে উপজেলা সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ২৭ আগস্ট -২০২০ সকাল সাড়ে ৯টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মণ,  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ডালিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো:নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, উপজেলা মহিলালীগের নেত্রী অনিতা রায়,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুর রহমান আংগুর, 

বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈনদ্দিন আহম্মদ, উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার, সাংবাদিক মোশারফ হোসেন,নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আসলাম হোসেন প্রমুখ। 

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে বীরগঞ্জে যোগদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ