সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহন, অধ্যক্ষকে বিশ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান, ঠাকুরগাঁও : 
করোনা মহামারি ঠেকাতে সরকার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজে পরীক্ষা নেওয়ার অপরাধে অধ্যক্ষ মোঃ বদরুল ইসলামকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৮ আগস্ট (মংগলবার) দুপুরে কলেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্স। জরিমানার টাকা তাৎক্ষনিক ভাবে আদায় করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গিন্নীদেবী আগরওয়াল মহিলা কলেজের উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনের নামে মোবাইল ফোনে ছাত্রীদের কলেজে ডেকে পরীক্ষা গ্রহন করে।

উল্লেখ্য যে, গত ১২ আগস্ট সকাল ১১টায় রুহিয়া গিন্নীদেবী আগরওয়াল মহিলা কলেজে এইচ এস সি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ