মেজর (অব.) সিনহা হত্যা মামলাঃ এপিবিএনের ২ সদস্যকে আদালতে হাজির

আক্তার কামাল সোহেলঃ
অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর দুই সদস্যকে আজ দুপুর একটায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

দুপুর একটার দিকে তদন্তকারী সংস্থা র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব এর সদস্যরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্য এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীবকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর  আদালতে হাজির করে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর দুই সদস্যকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে। তবে আদালতে তাদের কি করা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি আদালত বা আইনজীবিদের।

এর আগে বুধবার সন্ধ্যায় এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ