নওগাঁর মহাদেবপুরে স্বল্প মূল্যে বাজারজাত করণে অবদান রাখছে এসডি এগ্রোভেট লিঃ

কাজী সামছুজ্জোহা মিলন, নওগাঁ,
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসডি এগ্রোভেট নামক প্রতিষ্ঠানের বিষয় বস্তুর অবহেলা মূলক ব্যবহার , প্যাকেটজাত পণ্যর উৎপাদন বিক্রয় মূল্য না থাকা, নকল পণ্য উৎপাদন করায় ২৮৪ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৭ ৫০নং ধারা মোতাবেক উল্লেখিত পণ্য এবং অননুমোদিত ব্র্যান্ডের পণ্যর লেভেল জব্দ করেন। এছাড়া ওস্তাদ ব্রান্ডের কীটনাশক বীষ উৎপাদনের অনুমতি থাকলেও তারা সিরিয়াস, ম্যাজিক , কারেন্ট, দ্বীন গোল্ড হরমোন প্লাস, অল ক্লিয়ার ইত্যাদি পাউডার কীটনাশক উৎপাদন করে বাজারে বিক্রি করে আসছেন। এসময় এসডি এগ্রোভেট এর পরিচালক শাহিনুর আলম বলেন, তার দাদার আমল থেকে তাদের পরিবারের কীটনাশক ব্যবসা রয়েছে। কয়েক বছর ধরে তিনি পরিচালকের দায়িত্ব নিয়ে বিভিন্ন পণ্য নিয়ম-নীতি মেনে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে। কৃষকসহ অসহায় মানুষেরা যেন স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পারে প্রচেষ্টা থেকেই তার কার্যক্রম। কোম্পানিতে মাসিক বেতনে সর্ব মোট ৪০ জন কর্মচারী নিয়োজিত আছে। সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এসে যখন যে আদেশ দেন সাথে সাথে তা পালন করেন। এবারও যে কয়টি নির্দেশ দিয়েছেন সেগুলোও যথাযথ ভাবে পালন করা হবে। এছাড়া তিনি রাজনীতিতে যোগদান করায় স্থানীয় একটি চক্র রাজনৈতিক ক্যারিয়ার প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।তিনি তার প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ