দিনাজপুরের চিরিরবন্দরে ক‌রোনা উপসর্গ নিয়ে মৃত নারীর ফলাফল "পজিটিভ"


চৌধুরী নুপুর নাহার তাজ 
দিনাজপুরঃ দিনাজপুরের চিরির বন্দরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ঢাকা ফেরত ২৯ বছ বয়সের গার্মেন্টসকর্মী নারীর ‘‌কোভিড-১৯ পজিটিভএসেছে। জানাগেছে, ওই নারী ঢাকা শ্রীপুর এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি জ্বর সর্দি, কাশিতে ভুগছিলেন অবস্থায় তিনি গত ৩০ মে নিবার দুপুরে ঢাকা থেকে বাড়িতে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল লেজ হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার রোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠায়। মঙ্গলবার জুন পিসিআর ল্যাব থেকে রিপোর্টে তার ফলাফল জেটিভ সে। মৃত নারীর বাড়ী চিরিরবন্দ উপজেলার ইসবপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার গ্রামে। দিকে জুন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ