মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ
গত কয়েক দিনের ভারী বর্ষন ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
অব্যাহত পানি বৃদ্ধির ফলে নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক পরিবারই ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে যাচ্ছে গ্রামীণ রাস্তাঘাট, শাক সবজি, আমন ধানের বীজতলা উঠতি ফসল বাদাম, তিল, কাউনসহ বিভিন্ন ধরনের ক্ষেত।
নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মজিবর রহমান জানান, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
আমার ইউনিয়নে এখনো কেউ পানি বন্দি হয়নি তবে অনেক ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায় গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১০
সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার নীচ দিয়ে এবং নুন খাওয়া পয়েন্টে ৭
সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ