নাটোরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের

আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে স্থানীয় সাংবাদিক আবু জাফর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের সাঈদ মোল্লা এবং তার ভাই রওশন মোল্লা সহ অজ্ঞাত আট/দশ জনের বিরুদ্ধে। 
হামলার ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার সাংবাদিক আবু জাফর।  
বুধবার ( জুন) দিবাগত রাত ১০টার দিকে পেশাগত দ্বায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার গড়মাটি মধ্যপাড়া এলাকায় পোঁছালে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে গোপালপুর ইউনিয়নের সাঈদ মোল্লা এবং তার ভাই রওশন মোল্লা সহ আট থেকে দশ জন মোটরসাইকেলের গতিরোধ করে আচমকা মারপিট শুরু করে। রওশন মোল্লা গলায় ছুরি ঠেকিয়ে মানিব্যাগ সহ টাকা কেড়ে নেয় বাইক রেখে চলে যেতে বলে। পরবর্তীতে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসলে সাঈদ মোল্লা তার ভাই রওশন মোল্লাসহ সহযোগীরা চলে যায়
থানা সূত্রে জানা যায়, রওশন মোল্লার বিরুদ্ধে মাদক মামলা এবং ছিনতাই মামলা সহ বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে। তিনি বর্তমানে জামিনে আছেন
বড়াইগ্রাম উপজেলার স্থানীয় সংবাদকর্মীরা অমর ডি কস্তা, পিকেএম আব্দুল বারী এবং আবু জাফরের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। এবং প্রশাসন থানা পুলিশের কাছে দ্রুত ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার শাস্তির জোর দাবি জানান তারা
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস এব্যাপারে জানান, হামলার অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ