জলঢাকায় কাতার চ্যারিটির ত্রাণ বিতরণের অনিয়ম সংবাদটি ভিত্তিহীন


আব্দুল মালেক, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় গত মঙ্গলবার (১২ মে) কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি অর্থায়নে পরিবারের মাঝে প্রায় ২০দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী সঠিকভাবে বিলিবন্ঠন করা হয়েছে বলে জানান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোকছুদার রহমান লেলিন। তিনি বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভায়, আমরা যাচাই বাছাই করে কর্মহীন অসহায় দুস্থ্যদের তালিকা তৈরি করি। যা খাদ্য সামগ্রী বিতরণ কালে কাতার চ্যারীটি আন্তর্জাতিক দাতা সংস্থার বাংলাদেশ অফিসের প্রতিনিধি, রংপুর গঙ্গাচড়া উপজেলার কচুয়া সরদার পাড়া খোবাইব বিন আদ্বি (রাঃ) এতিম খানার পরিচালক, হাফেজ মোঃ হায়দার আলী এবং ঢাকা হেড অফিসের প্রতিনিধি আবু সাঈদ মেহেদী হাসান উপস্থিত থেকে তারা নিজ হাতে  তালিকা অনুযায়ী টোকেন সংগ্রহ করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এখানে আমি বা আমার কোন ব্যক্তিগত লোক নেই, যারা পাওয়ার উপযুগী তারাই পেয়েছে। এখানে কিছু স্বার্থেন্বেষি মহল অতিরিক্ত সুবিধা না পাওয়ায়, ঘটনাস্থল না গিয়ে মিথ্যা তথ্য, যা তারা কিছুই জানেনা অহেতুক আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, যা আদো সত্য নহে। মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমাকে হেয় করার চেষ্টা চালাচ্ছে। ত্রাণ বিতরণে অনিয়ম সংবাদ প্রকাশের বিষয়ে জানতে চাইলে, কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের প্রতিনিধি এতিমখানার কচুয়া সরদারপাড়ার পরিচালক হাফেজ হায়দার আলী বলেন, বিতরণে আমিসহ ঢাকা হেড অফিসের দুইজন প্রতিনিধি ছিলো কোনও অনিয়ম পাইনি, আমরা তালিকা অনুযায়ী সকলের টোকেন হাতে নিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছি। যারা লিখেছে তারা ভুল শুনে লিখেছে। এস আই বি এম বদরুদ্দোজা ত্রাণ বিতরণের অনিয়মের বিষয় জানতে চাইলে তিনি জানান, সাংবাদিক পুলিশ উপস্থিত ছিলো কিভাবে অনিয়ম হতে পারে। সেখানে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ দেয়া হয়েছে। আমার জানামতে কোন অনিয়ম হয়নি। যারা পাওয়ার যোগ্য তারাই পেয়েছে। আর যারা পায়নি তারাতো বলবেই।  বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস বলেন,‘‘ কাতার চ্যারিটি ত্রাণ বিতরণের চিঠি পেয়েছিলাম সময় সল্পতার কারনের সেখানে উপস্থিত থাকতে পারি নাই। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, সরকারি নিয়ম অনুযায়ি দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের জন্য উপজেলা প্রসাশনকে অবগত করতে হবে। তবে আমি না থাকায় অন্য কাউকে জানাতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ