ডোমারে সাংবাদিক মানিকের ২৫টি পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ উদ্যোগে ২৫টি পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংবাদিক আনিছুর রহমান মানিক।
শুক্রবার (২২মে) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পশ্চিম পাড়া, ছালাম পাড়া ও দ্বারকামারী এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী কিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে সেমাই, চিনি, মুড়ি, গুড়া দুধ ও কিছমিছ বাদাম ছিল। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি মতিয়ার রহমান, সমাজ সেবক হাবিবুর রহমান, মোজাফ্ফর হোসেন বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: সাংবাদিক মানিক রমজানের প্রথম দিনে নিজস্ব অর্থায়নে ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ছোলা বুট, মুড়ি ও সাবান বিতরণ ও ২২ মে শুক্রবার ঈদ উপলক্ষে ২য় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। সাংবাদিক আনিছুর রহমান মানিক জানান, এমন বিপদের দিনে আমার দেয়া সামান্য উপহার কিছুটা হলেও অসহায় মানুষের কাজে লাগবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে সুখে ও দুঃখে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকতে চাই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ