হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার বিষপান করে আত্নহত্যা করেছে সে। লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে ও পারুলিয়া তফসীল উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী। স্থানীয়রা জানান, রোববার এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়। ফলাফলে লাইজু আক্তার ফেল করে। খবর পেয়ে সে বিষপান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু ঘটে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ