ঠাকুরগাঁও থেকে বিশেষ ব্যবস্থায় ধান কাটতে জয়পুরহাট ও নওগাঁয় গেল ৯৫ কৃষি শ্রমিক


মেহেদী হাসান ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা  থেকে বিশেষ ব্যবস্থায় রিজার্ভ বাসে ৯৫ জন ধানকাটা কৃষি শ্রমিক পাঠানো হয়েছে জয়পুরহাট নওগাঁ জেলায়। সোমবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা চত্বরে ৯৫ সদস্যের এই টিমের শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রত্যয়ন পত্র প্রদান করে জয়পুরহাটের আক্কেলপুরনওগাঁ জেলার সদর  উপজেলায় প্রেরণ করা হয়। এসময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন সহ অন্যান্যরা আনুষ্ঠানিক যাত্রার জন্য শুভকামনা জানিয়ে শ্রমিকদের বিদায় জানান। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী বোরো ধান কাটার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা থেকে জয়পুরহাটের আক্কেলপুরনওগাঁর সদর  উপজেলায় ৯৫ জন কৃষি শ্রমিক পাঠানো হলো। শ্রমিকদের শুকনা খাদ্য সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের যাবতীয় খরচ বহন করা হবে এবং তাদের সার্বিক দেখাশোনা করার জন্য সংশ্লিষ্ট ইউওনো দের বলা হয়েছে এছাড়াও অন্যান্য জেলায় আরো কৃষি শ্রমিক প্রেরণের জন্য তালিকাভুক্তির কাজ চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ