প্রাকৃতিক দূর্যোগেও পল্লীকে অালোকিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ "আলোর গেরিলা" টিম


মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ "সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল " এই  স্লোগানকে  সামনে  রেখে দিন-রাত কাজ করে যাচ্ছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির "আলোর গেরিলা" টিম। জানা যায়, চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি কালবৈশাখী ঝড়ের মধ্যেও দ্রুত বিদ্যুৎ সেবা পৌঁছে  দিতে সদা প্রস্তুত রয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ টিম  "আলোর গেরিলা" এই টিমের সদস্যরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।  রাত-দিন ২৪ ঘন্টা যে কোন সময় তাদেরকে অবহিত করলেই ঘরের দরজায় পৌঁছে যাবে "আলোর গেরিলা" টিম এর সেবা। কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের মোঃ মাইনুল ইসলাম সৈকত বলেন, আমাদের এই এলাকাগুলোতে  গাছপালা বাঁশ ঝাড় বেশি থাকায় একটু বাতাস হলেই আমরা অাতঙ্কিত থাকি। ঝড় বৃষ্টিতে বৈদ্যুৎতিক লাইনের কোন ক্ষতি হলে "অালোর গেরিলা" নামের একটি টিম এসে দ্রুত সেবা দেয়। টিমটি যে কোন ধরনের ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী বিচ্ছন্ন লাইনের দ্রুত সংস্কার করে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিৱ এজিএম (এম এস), মোঃ রাকিবুল ইসলাম বলেন, আমরা আলোর গেরিলা টিম নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা সামাজিক দুরত্ব স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকুন আর আপনাদের এলাকায় কোন বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট অফিসকে অবহিত করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ