খাদ্যসামগ্রী বিতরণের ৯ম দিনে ৪ শতাধিক কর্মহীনকে খাদ্য সহায়তা দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ


রতন কুমার রায় নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদের নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণের ৯ম দিনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়েপড়া ৪ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়া ইদগাহ ময়দানে ৯নং ওয়ার্ডের ২৫০ জন কর্মহীনকে চাল, আলু ও সাবান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এরপর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে প্রায় একশত জন মানুষকে খাদ্য সহায়তা করেন। বিকাল চারটার দিকে চেয়ারম্যানের চান্দিনা পাড়া এলাকার বাড়ীতে ৫০ জন খাদ্য গুদাম শ্রমিকেও খাদ্য সহায়তা করেন। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভায় আমি ব্যক্তিগত ভাবে ৯ দিন ধরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছি। এ পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছি। যতদিন দেশে করোনা সংকট থাকবে, আমি কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি সমাজের বিত্তবান মানুষদের কর্মহীন গরিব মানুষের পাশে থাকার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ