শুভ
কুমার ঘোষ,
সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের
উল্লাপাড়া উপজেলার
পূর্ণিমাগাতীঁ
ইউনয়নে ৪নং
ওয়ার্ড এর
আওতাভুক্ত ঘিয়ালা
গ্রামের যুব
সমাজ গ্রামে
করোনা প্রতিরোধে
নিরলস ভাবে
কাজ করে
যাচ্ছেন। যুবকেরা
নিজ উদ্যোগে
মো: আমিরুল
ইসলাম ও
মোঃ মামুন
এর নেত্বৃতে
ও সার্বিক
দিকনির্দেশনায় গ্রামের
বিভিন্ন গুরুত্বপূর্ণ
স্থান সহ
মসজিদ, স্কুল,
রাস্তাঘাট ও
দোকানপাটে বিগত
কয়েক দিন
যাবত জীবানু
নাশক পানি
স্পে সহ
গ্রামের প্রতিটি
বাড়ি বাড়ি
গিয়ে মানুষকে
করোনা বিষয়ে
সচেতন করছেন।
কাজের
সঙ্গে সম্পৃক্ত
থাকা শফিউল্লাহ
সুজন এর
সাথে কথা
বলে জানা
যায়, গ্রামের
যুবকদের মধ্যে
শফিউল্লাহ সুজন,
সাদ্দাম, শামীম,
কামরুল, মালেক,
সুজন, মিলন,
সোহাগ ও
গ্রামের অন্যান্য
জনসাধারণ মিলে
এই করোনা
প্রতিরোধে এসকল
কাজ করে
যাচ্ছেন। এছাড়াও
প্রতিনিয়ত আমাদের
এই কার্যক্রম
চলবে চলবে
বলেও জানান
তারা।
0 মন্তব্যসমূহ