চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর প্রতিনিধিঃ সোমবার (২৭ এপ্রিল) সকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের দরবারপুর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দরবারপুরে এই সড়ক অবরোধ করেন স্থানীয়রা। দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন।
বিক্ষুব্ধরা অভিযোগ করেন, সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায় নিজেদের আত্মীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। অথচ আমরা না খেয়ে আছি। আমাদের এখন পর্যন্ত ত্রান দেয়া হচ্ছে না। জরুরী ভিত্তিতে ত্রাণ সহায়তা দাবি করেছেন তারা।
0 মন্তব্যসমূহ