গোয়ালিয়া পালং ছাত্র ও যুব কল্যাণ পরিষদের ৩০০পরিবারে ত্রাণ বিতরণ ।

সাগর, পরিকল্পিত বার্তাঃ   
মানবতার কল্যাণে ওরা একঝাঁক প্রতিভাবান ছাত্র -তরুন। লক্ষ্য উদ্দেশ্য মানবতার কল্যাণে কিছু করা। অবশেষে সফলভাবে ৯ ও ১০ এপ্রিল তিন দফায় পুর্ব গোয়ালিয়া পালং, পশ্চিম গোয়ালিয়া পালং ও টাইংগাকাটায় ৩০০টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

গোয়ালিয়া পালং ছাত্র ও যুব কল্যাণ পরিষদের ব্যানারে তারুন্যদিপ্ত ছাত্র ও যুব সমাজের এ আয়োজনে নিজেদের অনুদানের পাশাপাশি এলাকার গন্যমান্য চাকরিজীবিদের অনুদানও সমন্বয় করে।
করোনায় ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক, খুনিয়া পালং ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মাবুদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল গণি, ছৈয়দ আহমদ সাবেক মেম্বার, ছৈয়দ আলম সুলতান মেম্বার, রামু উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন সহ-সভাপতি ছৈয়দ উল্লাহ, কৃষকলীগের ওসমান সরওয়ার, সহকারী শিক্ষক জাফর আলম, জুনায়েদ রাসেল, মোরশেদুল আলম সোহেল,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম দুর্জয়, তরুন আইনজীবি এসএম জহিরুল আমিন, সাহেদ উল্লাহ সোহাগ, রিয়াজ উদ্দীন,সাইফুর রহমান সোহান, আহসান উদ্দিন জুয়েল, মোরশেদুল আলম, আনোয়ার, জাহাঙ্গীর, সাগর, আয়াত উল্লাহ, ফারহাদুল ইসলাম, সাকিব, আকিব সহ আরও অনেক। এতে এলাকাবাসীকে করোনায় সম্পর্কে সচেতনতা মূলক বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ