ত্রাণের চাল চুরি করায় আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার

রাজিবুল করিম রোমিও, পাবনা :
ত্রাণের চাল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি মঙ্গলবার দুপুরে খবর নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নির্দেশে ত্রাণের চাল চুরি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে ২২৯ বস্তা চালসহ পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান এবং ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কোরবান আলী সরদারকে আটক করেছে ্যাব রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে ্যাব চালসহ তাকে আটক করে। ্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ্যাবের একটি দল জানতে পারে বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে ত্রাণ না রেখে রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজস্ব অফিসের গুদাম ঘরে রেখেছিলেন। সোমবার রাত ১০টার দিকে কালোবাজারে বিক্রির সময় ্যাব হাতেনাতে এই চাল উদ্ধার এবং চেয়ারম্যানকে আটক করে। রাতে আমিনপুর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ত্রাণের চাল কোনোভাবেই ব্যক্তিগত গুদামে রাখার সুযোগ নেই। ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ