'আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত' জেলা ইসিসিডি কমিটির ওরিয়েনটেশন সম্পন্ন

মীর কাশেম আজাদ, স্টাফ রিপোর্টারঃ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াদ্ধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশুর বিকাশে প্রাসম্ভিক শিক্ষা (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত (ইসিসিডি) নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ১ দিন ব্যাপী কক্সবাজার জেলা ইসিসিডি কমিটির সদস্যবৃন্দের ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১০ মার্চ সকাল ১০ টায় আন্তর্জাতিক এনজিও সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়। অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এহছানুল হক, ইউনিসেফের এডুকেশন অফিসার সাদিয়া রিতু। এসময় জেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইসিসিডি এরপক্ষ থেকে পরবর্তীতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে কাজ করবে বলে আশ্বাস দেন। তাদের এই শিশু বিষয়ক কার্যক্রমে ইউনিসেফ সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তারা শিশুর বিকাশ সহ তাদের যত্ন নিয়ে বিভিন্ন আলোচনা করেন। গর্ভ থেকে নিলে যত্ন তবেই না মিলবে রত্ন। গর্ভে থেকে ধাপে ধাপে একটি শিশুর বিকাশ ঘটে। গর্ভ থেকে সুযত্ন পেলে বাড়বে একটি শিশুর বুদ্ধি-বল। একটি শিশু সুন্দর ভাবে বেড়ে উঠার জন্য স্বাস্থ্য, পুষ্টি ও সকলের আদর অপরিহার্য। মায়া মমতায় ভরা পরিবার নিশ্চিত করে একটি শিশুর অধিকার। শিশুর সাথে কথা বলুন আর গল্প-গান খেলা করুন। শূন্য থেকে ৮ বছর পর্যন্ত শিশুর পরিপূর্ণ বিকাশে পরিবারের সবাইকে দায়িত্বশীল হওয়া সহ বিকাশের জন্য শিশুর প্রতি মনোযোগ দেয়া এবং যথেষ্ট সময় দেয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ