নীলফামারী জেলায় হোম কোয়ারেন্টানে ১৪৫ ।


নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে গত ২৪ ঘন্টায় (আজ রোববার সকাল ৯টা পর্যন্ত) বিদেশ ফেরত নতুন করে আরো ৪১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। নিয়ে হোম কোয়ারেন্টানে থাকা এক চীনা নাগরিকসহ প্রবাসীর সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে। এর মধ্যে সৈয়দপুরে ১৭ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে গতকাল শনিবার ১৪ চীনা নাগরিকসহ বিদেশ ফেরত ৫৬ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। তারা সকলে সুস্থ আছেন। জেলা স্বাস্থ্য বিভাগের কোভিড-১৯ প্রতিরোধ কন্ট্রোল রুমের তথ্য মতে, করোনা মোকাবেলায় ২৫০ শয্যার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ৫৮টি এবং সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের নতুন ভবনে ৫০টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। ছাড়া সদরে ৩০ শয্যা সৈয়দপুরে ৪০ শয্যা কোয়ারেন্টাইন ইউনিট করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সৈয়দপুর বিমানবন্দরে। বাংলাদেশ বিমান বন্ধ থাকলেও বেসরকারী বিমান সংস্থার ইউএস বাংলা নভোএয়ারের প্রতিদিন ১০টি ফ্লাইট ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করছে। তবে ৬০ শতাংশ যাত্রী কমে গেছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে আজ রোববার ইউএস বাংলার একটি ফ্লাইট বাতিল করেছে। যাত্রীর চাপ কমেছে ট্রেনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ