নীলফামারীতে নিষিদ্ধ জঙ্গী সংগঠনের তত্ববধায়কসহ গ্রেফতার-২ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

নীলফামারী জেলা প্রতিনিধিঃ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের নাশকতার মুল তত্ববধায়ক সাইফুল আলমসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের এক চৌকস দল। গত ১১ মার্চ রাত ১০টায় নীলফামারীর জলঢাকা থানাধীন পৌর এলাকা বগুলাগাড়ী বারোঘড়ি পাড়ার মৃত. আলাউদ্দিনের ছেলে মিলনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ও জলঢাকা থানা পুলিশের সহযোগীতায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রুহুল আমীনের নেতৃত্বে জেলা ডিবির ওসি আফজালুল ইসলাম ও জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ একটি টিম অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠনের তত্ববধায়ক সাইফুল আলমকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত সাইফুল আলম গাইবান্দা জেলা ফুলছড়ি থানার কঞ্চিপাড়া রোজার ভিটা এলাকার মৃত. আনছার আলীর ছেলে।
জলঢাকা থানার উপ-পুলিশ পরিদর্শক নিশার আলী তিতুমীর বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এনিয়ে বৃহস্পতিবার (১২-মার্চ) দুপুরে প্রেস ব্রিফিং’ করেছেন পুলিশ সুপার মোখলেছুর রহমান। প্রেস ব্রিফিংয়ে’তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকায় বগুলাগাড়ী গ্রামে মৃত আলাউদ্দিনের ছেলে মিলনের বাড়ীতে অভিযান চালিয়ে গাইবান্দার ফুলছড়ি থানার মৃত আনছার আলীর ছেলে আল্লার দলের তত্বাবধায়ক সাইফুল আলমকে গ্রেপ্তার করা হয়। সাইফুল আলমের দেয়া তথ্যে নীলফামারী সদরের ইটাখোলার ছাড়ারপারের ইমান আলীর ছেলে জিকরুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার আল্লার দলের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। প্রেস ব্রিফিং’এ অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ