নীলফামারী জেলা প্রশাসকের হাতে ফগার মেশিন

বিশেষ প্রতিনিধিঃ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারী পৌরসভার পক্ষ হতে পরিষ্কার-পরিচ্ছন্নতা মশক নিধন কার্যক্রম জোরদার করায় শহরের জনসাধারণের চলাচলের রাস্তায় জীবানু নাশক স্প্রে ছিটানো হচ্ছে। আজ সোমবার নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের নির্দেশনায় পৌরসভার ৯টি ওয়ার্ড, প্রধান সড়ক, বিভিন্ন সরকারি দপ্তরে ১২টি স্প্রে মেশিন কাজ করছে। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান প্রমুখ। বিষয়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস মোকাবেলায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন পৌরবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আজ থেকে শহরের জীবানু নাশক স্প্রে করা শুরু হয়েছে। প্রতিদিন দুইবার করে শহরের বিভিন্ন এলাকায় স্প্রে করা হবে। এই কাজে পৌরসভার ১২টি স্প্রে মেশিন কাজ করছে। তিনি জানান, ভারত থেকে ফিরে ১৪ দিনের জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছি। কিন্তু আমার পৌরবাসীর স্বাস্থ্যের কথাও চিন্তা করে জনসচেতনতায় লিফলেট বিতরণ মাইকিং করা হচ্ছে। এছাড়াও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ