নাটোর শহরের বড়হরিশপুর থেকে দেড় কেজি হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী আটক \ মাইক্রোবাস জব্দ

নাটোর প্রতিনিধি
নাটোর শহরের বড়হরিশপুর এলাকা থেকে দেড় কেজি হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গতরাতে তাদের আটক করা হলেও আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আটককৃতরা রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ীর শিবসাগর গ্রামের মৃত আনেস উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন রাজশাহীর পবা থানার পশ্চিমপাড়া দাদপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান। 
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গতরাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে শহরের বড়হরিশপুর চেক পোস্টের সামনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস পুলিশকে দেখে দ্রæ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সময় পুলিশ তাদের পিছু ধাওয়া করে পুলিশ লাইনস এর সামনে গিয়ে গাড়ীর গতিরোধ করে। পরে গাড়ীতে তল্লাশী করে গাড়ীর ভিতরে বিশেষ কায়দায় রাখা কাগজের প্যাকেটে কসটেপ দিয়ে মোড়ানো হেরোইনগুলো উদ্ধার করা হয়। সময় তাদের আটক করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করে। এঘটনায় নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ