নাটোর
প্রতিনিধি
নাটোরে
প্যানেলের মাধ্যমে
প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক
নিয়োগের দাবীতে
মানববন্ধন করেছে
লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীরা।
আজ
সোমবার সকাল
সাড়ে ১০
টার দিকে
নাটোর প্রেসক্লাবের
সামনে প্রাথমিক
সহকারী শিক্ষক
নিয়োগ প্যানেল
চাই কমিটির
ব্যানারে এই
মানববন্ধন কর্মসূচি
পালন করা
হয়। মানববন্ধনকালে
বক্তব্য রাখেন
প্যানেল বাস্তবায়ন
কমিটির সভাপতি
টিপু সুলতান,
সাধ্রণ সম্পাদক
নাজমুল হাসান
রনি, শারমিন
আক্তার, জাকিয়া
সুলতানাসহ নেতৃবৃন্দ।
এ সময়
বক্তারা বলেন,
প্রাথমিক শিক্ষক
নিয়োগ-২০১৮তে
এবারই প্রথম
সারাদেশে ২৪
লক্ষ পরীক্ষার্থী
পরীক্ষায় অংশ
নেয়। এর
মধ্যে ৫৫
হাজার ২৯৫
জন লিখিত
পরীক্ষায় উত্তীর্ণ
হন যা
মোট পরীক্ষার্থীর
শতকরা ২.৩
ভাগ। ফলে
তাদের যোগ্যতা
নিয়ে কোন
সংশয় নেই।
প্রায় ৫
বছর ধরে
প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক
নিয়োগের এবং
১০ বছর
ধরে প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান
শিক্ষক নিয়োগের
কোন বিজ্ঞপ্তি
হয়নি। ইতোমধ্যে
অনেকের বয়সসীমা
প্রায় শেষের
পথে। ফলে
তারাই বেশী
ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এ অবস্থায়
প্রধান মন্ত্রীর
ঘোষিত “মুজিব
বর্ষে কেউ
বেকার থাকবেনা”
প্রতিশ্রæতি
বাস্তবায়নে লিখিত
পরীক্ষায় উত্তীর্ণদের
মধ্যে যারা
মৌখিক পরীক্ষায়
অংশ নেবে
তাদের সবাইকে
প্যানেলের মাধ্যমে
শিক্ষক হিসেবে
নিয়োগের জন্য
প্রধানমন্ত্রীর জোড়ালো
হস্তক্ষেপ দাবী
করেন তারা।
0 মন্তব্যসমূহ