নলছিটিতে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল ঘরামী (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় যুবককে । 

১৮/০২/২০২০ইং তারিখ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন।  

ধর্ষণের কারণে কিশোরী অন্তসত্ত্বা হয়ে কন্যা সন্তানের জন্ম দেয়। ৫ বছর বয়সী ওই সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত সোহেল ঘরামী তেতুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ঘরামীর ছেলে। 

মামলার বিববরণে জানা যায়, ২০১২ সালের ৩ মে সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে তেতুলবাড়িয়া গ্রামের (সাবানা আক্তার) নামের কিশোরীকে তার বাড়িতে ধর্ষণ করে প্রতিবেশী সোহেল ঘরামী।  

এতে ওই কিশোরী অন্তসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকার করে সোহেল। 

 এ ঘটনায় কিশোরীর বাবা আবদুস সোবাহান ওই বছরের ১৭ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। 
আদালত নলছিটি থানার ওসিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। 

পুলিশের প্রতিবেদন পাওয়ার পরে আদালত সোহেলের বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ নভেম্বর অভিযোগ গঠন করেন। পরে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসম. মোস্তাফিজুর রহমান মনু ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ