নাটোর প্রতিনিধি
২০২১ সালের
২ থেকে ৮ জানুয়ারি সারাদেশে পরিচালিত হতে যাচ্ছে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম।
এ উপলক্ষে আজ বৃহম্পতিবার দুপুর সাড়ে বারোটা দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ
পরিসংখ্যান ব্যুরো’র পরবর্তী
জনশুমারি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক
মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের
সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য
ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ
কর্মকর্তাবৃন্দ। এ সময় সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা
পরিবীক্ষণ ও গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি গ্রহণে জনশুমারির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। অংশীজনের (স্টেকহোল্ডার) গুরুত্বপূর্ণ পরামর্শ এবং মূল্যবান মন্তব্য
এই বৃহৎ, জটিল ও শ্রমসাধ্য জনশুমারি ও গৃহগণনার তথ্য ব্যষ্টিক ও সামষ্টিক পর্যায়ে পরিকল্পনা
গ্রহণ ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনার নিমিত্ত বেঞ্চমার্ক হিসেবে পরিগণিত হবে। জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী অর্থাৎ ১৭ মার্চ ২০২০ হতে শুমারির
ক্ষণগণনা শুরু হবে এবং ২০২১ সালের ২ জানুয়ারি জিরো আওয়ারকে রেফারেন্স পয়েন্ট ধার্য
করা হয়েছে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন গৃহগণনা ২০২১ প্রকল্পের প্রকল্প পরিচালক জাহিদুল হক সরদার, নাটোর জেলা
পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়
সাংবাদিকবৃন্দ।


0 মন্তব্যসমূহ