আল-আফতাব
খান সুইট,
বাগাতিপাড়া, নাটোর
প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের
দূযোর্গ ব্যবস্থাপনা
অধিদপ্তরের মাননীয়
প্রধানমন্ত্রীর ত্রাণ
ও কল্যাণ
তহবিল হতে
ইসুকৃত চেক
প্রদান ও
টিআর উন্নয়ন
প্রকল্পের নগদ
অর্থ প্রদান
করা হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায়।
বুধবার
(১৯ ফেব্রুয়ারী)
দুপুরে বাগাতিপাড়া
উপজেলা জিমনেসিয়াম
হল রুমে
উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তার
কার্যালয়ের আয়োজনে
টিআর উন্নয়ন
প্রকল্পের আওতায়
৪৯ জনকে
প্রায় ২২
লাখ টাকা
চেক প্রদান
ও ২১
জন অসুস্থ্যদের
চিকিৎসা বাবদ
২১ লাখ
টাকার চেক
বিতরণ করা
হয়। উক্ত
অনুষ্ঠানে নাটোর-১
আসনের সংসদ
সদস্য শহিদুল
ইসলাম বকুল
এসকল চেক
বিতরণ করেন।
বাগাতিপাড়া
উপজেলা নির্বাহী
কর্মকর্তা প্রিয়াঙ্কা
দেবী পালের
সভাপতিত্বে চেক
বিতরণ অনুষ্ঠানের
আলোচনায় অন্যান্যের
মধ্যে বক্তব্য
রাখেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান
অহিদুল ইসলাম
গকুল, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন
অফিসার আল
আমিন সরকার
সহ প্রমুখ।
0 মন্তব্যসমূহ