নোবেল করোনাভাইরাস, উপসর্গ দেখা দেওয়ার আগে ছড়ায় না
![]() |
| নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়। |
ডেস্ক রিপোর্টঃ
নোবেল করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে এবার নতুন তথ্য দিলেন বিশেষজ্ঞরা। এত দিন বলা হচ্ছিল, উপসর্গ দেখা দেওয়ার আগেই এই ভাইরাস অন্যদের দেহে ছড়ায়। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন ইঙ্গিত দিচ্ছেন, এই তথ্য ত্রুটিপূর্ণ।
করোনাভাইরাসের সংক্রমণে চীনের হুবেই প্রদেশে মহামারি দেখা দিয়েছে। এই ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত ৪৯০ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া চীনে গত মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৩২৪ জন। এই ভাইরাসের সংক্রমণ শুরুর পর দেশটির কর্মকর্তারা বলেছিলেন, ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে উপসর্গ দেখা দেওয়ার আগেই এই অন্য শরীরে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের সংক্রমণ নিয়ে ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটির সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন একটি গবেষণাও প্রকাশ হয়েছে। এতে চীনের কর্মকর্তাদের বক্তব্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন ইঙ্গিত দিচ্ছেন, এই তথ্য হয়তো ত্রুটিপূর্ণ।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত গবেষণাটি যাঁরা লিখেছিলেন, তাঁদের সূত্র ধরে নতুন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, চীনের এক ব্যক্তি ব্যবসার কাজে জার্মানিতে এসেছিলেন। তিনি যখন গিয়েছিলেন, তখন সুস্থ ছিলেন। ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জানা যায়, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। জার্মানিতে তিনি যাঁদের সঙ্গে কাজ করেছিলেন, তাঁদের মধ্যে চারজন এই ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে দুজন ওই চীনা ব্যক্তি সঙ্গে সরাসরি কাজ করেছিলেন। এ প্রসঙ্গে জার্মানির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, প্রথমে মনে হয়েছিল চীনের ওই নাগরিকের শরীরে কোনো উপসর্গ ছিল না। কিন্তু পরে বাভারিয়ার স্বাস্থ্য বিভাগ ও রবার্ট কচ ইনস্টিটিউট তাঁর সঙ্গে চীনা ভাষায় কথা বলেন। এই সময় জানা যায়, তাঁর শরীরে আসলে ছোটখাটো কিছু উপসর্গ ছিল। তাঁর পিঠ ও কোমরে ব্যথা ছিল। তিনি জ্বরের ওষুধ নিচ্ছিলেন।
এ প্রসঙ্গে সুইডেনের পাবলিক হেলথ এজেন্সি বলেছে, ‘ইনকিউবেশন পর্যায়ে করোনাভাইরাস ছড়ায়, এই তথ্য ছড়ানো হয়েছে। কিন্তু একটি বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়, সেই পদ্ধতি এখানে অবলম্বন করা হয়নি। আমরা বিশ্বাস করি, ইনকিউবেশন পর্যায়ে এই ভাইরাস ছড়ানো সম্ভব নয়।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনাভাইরাস মূলত যারা ছড়িয়ে থাকে, তাদের শরীরে উপসর্গ থাকে। তবে যাদের উপসর্গ নেই, তারাও এই ভাইরাস ছড়াতে পারে। কিন্তু এমন ঘটনা বিরল। এই ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে তারা মুখ্য ভূমিকা পালন করে না। খবর সিএনএনের।


0 মন্তব্যসমূহ