নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে একই সময়ে আওয়ামীলীগের দুই পক্ষ সমাবেশের আয়োজন করায় ১৪৪ ধারা জারী করেছে প্রশাসন

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে একই সময়ে একই স্থানে আওয়ামীলীগের দুই পক্ষ সমাবেশের আয়োজন করায় আইন শৃংখলা অবনতির আশংখায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক চিঠিতে এলাকায় মাইকিং করে এই ঘোষনা দেওয়া হয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় একই স্থানে একই সময়ে পাল্টা কর্মসুচি ঘোষনা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। সময় স্থানীয়রা মনে করে দুই পক্ষ একই সময়ে একই স্থানে সমাবেশ করলে সংঘর্ষ সহ আইন শৃংখলা পরিস্থিতি বিঘœ ঘটবে। এরই প্রেক্ষিতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ