টেকনাফে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিদারুল আলম সিকদারঃ
টেকনাফ উপজেলার ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাবরাং ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৪অক্টোবর ২০১৯ইং সকাল ১১ঘটিকায় সাবরাং ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাবরাং ইউনিয়ন চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা যুবলীগ সম্পাদক নুর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সাবেক দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য শফিক মিয়া, টেকনাফ উপজেলা পুলিশিং এর সহ-সভাপতি আবুল কালাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ নেতা সোনা আলী, উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়নের দায়িত্বরত কোস্টগার্ডের আইপিএস মোখলেস, বিজিবি-২ নয়া পাড়া ব্যাটালিয়নের নায়েক সুবেদার সালাউদ্দিন, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মফিজ উদ্দৌল্লাহ, শাহপরীরদ্বীপের প্রবীণ শিক্ষক মাস্টার জাহিদ হোসাইন, শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক করিমুল্লাহ,আব্দুল করিম,মোহাম্মদ জামাল, মাওলানা সলিমুল্লাহ, সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ শরীফ, ৫ নং ওয়ার্ডের মহিলা মেম্বার খতিজা বেগম, মহিলা মেম্বার শাহীন আক্তার, সিদ্দিক মেম্বার,নয়াপাড়া আল জামিয়া আল ফারুকীয়ার মুহতামিম মাওলানা মাহবুব, মওলানা মনির, সাবরাং যুবলীগের সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির, যুবলীগ সম্পাদক নুরুল আলম,টেকনাফ বাজার কমিটির ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও বিভিন্ন প্রতিষ্ঠানের আলেমগণ এবং শিক্ষকগণ ও সাধারণ জনগণ।

প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেন- এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় চেয়ারম্যান এবং ওয়ার্ডের মেম্বারদের এগিয়ে আসতে হবে, এলাকায় কে বা কাহরা অপরাধে জড়িত মাদকের সাথে জড়িত মানব পাচারে জড়িত ও অনৈতিক কাজে জড়িত সবাইকে চিহ্নিত করে ইউনিয়ন চেয়ারম্যান এর সহযোগিতায় সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমার এলাকার আপামর জনসাধারণের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে অতীতেও আমি পাশে ছিলাম এবং আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই। সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সাবেক এমপি আবদুর রহমান বদি এসব সমস্যা সমাধানের দিকনির্দেশনা দিয়ে বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার, গ্রাম হবে শহর এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে সবাই সম্মিলিতভাবে সহযোগিতার মনোভাবে এগিয়ে আসুন।

ইউনিয়ন পরিষদের সকল কর্যক্রম,এলাকার বিভিন্ন সমস্যা ও দ্রুত সমাধানে গনমাধ্যমে প্রচারের লক্ষ্যে সভায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র নির্দেশনায় এবং ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেনের সমন্বয়ে পরিষদের নিজস্ব সংবাদকর্মী হিসেবে মিজানুর রহমান মিজানকে নিয়োগের সিদ্ধান্ত গ্রহন চেয়ারম্যান নুর হোসেন এবং উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ সেটা সমর্থন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ