পাওয়ার ক্রাশারে আখ মাড়াইয়ের বিরুদ্ধে অভিযান বাগাতিপাড়ায় ভেজাল গুড় ধ্বংশ ॥ মাড়াই যন্ত্রাংশ জব্দ


মোঃ ফজলে রাব্বি ,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াইয়ের বিরুদ্ধে রাজশাহী চিনিকল উপজেলা প্রশাসন যৌথভাবে এক অভিযান পরিচালনা করেছে অভিযানকালে বিপুল পরিমাণে ভেজাল গুড় ধ্বংশ এবং মাড়াই কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁকা ইউনিয়নে অভিযান পরিচালিত হয়
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী চিনিকল জোনের আওতায় উপজেলার সালাইনগর বিলপাড়া এলাকায় অভিযান চালানো হয় এসময় ওই এলাকার মৃত মজাহার মন্ডলের ছেলে শফিকুল ইসলাম, আব্দুল আলিমের ছেলে আয়নাল হোসেন এবং আসমতের ছেলে শৈয়বুর রহমানের মাড়াই কারখানায় অভিযান চালিয়ে মাড়াই কাজে ব্যবহৃত পাওয়ার ক্রাশারের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয় এছাড়াও তাদের তৈরি বিপুল পরিমাণে ভেজাল গুড় উদ্ধার করে ধ্বংশ করা হয় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রিয়াংকা দেবী পাল এবং রাজশাহী চিনিকলের কর্মকর্তারা অংশ নেন
ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, চিনি, রং কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে এসব গুড় ধ্বংশ করা হয়েছে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ