খরুলিয়া কোনার পাড়ায় এক পরিবারে অমানবিক নির্যাতন ও টমটম ভাংচুর

 


নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার ঝিলংজা ৮ নং ওয়ার্ড খরুলিয়া কোনার পাড়ায় মৃত আবু ছৈয়দের বিধবা স্ত্রীর পরিবারে অমানবিক নির্যাতন, মারধর, বসতবাড়ীসহ  টমটম ভাংচুর করার অভিযোগ ওঠেছে। গত ২৯ সেপ্টেম্বর  বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী মাদককারবারি নুরুন্নবীর পুত্র হেলাল,আবুল কালাম,সেলিম, মেয়ে আরিফা বেগম, খালেদা  বেগম তার স্ত্রী মনোয়ারা, খালেদা বেগম সবাই মিলে বিধবা জান্নাত আরার পরিবারের উপর দীর্ঘদিন ধরে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করে যাচ্ছে। চলাচলের রাস্তাকে কেন্দ্র করে প্রায় সময় নুরুন্নবীর পরিবারের লোকেরা জান্নাত আরাদের উপর মারধরসহ নানা অপরাধ কর্ম চালিয়ে আসছে। গত ২৯ সেপ্টেম্বর জান্নাত আরা তার বাড়িতে আসার সময় অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্য হামলা চালায় তাকে। খবর পেয়ে তার ছেলে মনির টমটম চালক টমটম নিয়ে ঘটনাস্থলে আসলে তারা সবাই মিলে লাঠিসোটাসহ দা কিরিচ দিয়ে হামলাসহ টমটম ভাংচুর করে পৈশাচিক নির্যাতন চালায়।  এইঘটনায় জান্নাত আরার পরিবারের আরো বেশ কয়েজন গুতর আহত হয়। পরে তারা  মারধর থেকে বাঁচতে জরুরি সেবা ৯৯৯তে  কল দিলে, কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হলে হামলাকারিরা সটকে পড়ে। তাদের এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জান্নাত আরা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানাগেছে। জানাগেছে নুরুন্নবী একজন মাদক কারবারি বর্তমানে মাদক মামলায় জেলে রয়েছে, একই সাথে তার ছেলে মেয়েরাও মাদকের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা এলাকালায় অতিশয় অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী অসহায় পরিবারটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ