দূর্ঘটনায় ৯ ঘন্টা পর ডোমার চিলাহাটি রেলপথে ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার:
 

নীলফামারী ডোমারে ট্রেন ও ট্রাক দূর্ঘটনার ৯ ঘন্টা পর আবার চিলাহাটীর সাথে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকাল ৭ টার দিকে উপজেলার চিলাহাটী কাজীর হাট নামক স্থানে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ইট বোঝাই ট্রাককে ধাক্কা দেয় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি। ঘটনাস্থলে মারা যান ট্রাকের হেলপার সাকিল ইসলাম(২২)। আহত হন ট্রাক চালক হাসান মাহমুদ ও  ইট ব্যবসায়ী আনিছুর রহমান। এতে করে চিলাহাটীর সাথে সারা দেশের ৯ ঘন্টা রেল চলাচল বন্ধ ছিলো।

চিলাহাটী রেল স্টেশন মাস্টার আশরাফুল আলম জানান, দূর্ঘটনায় ট্রেন ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুপুর ১ টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। বিকেল সাড়ে তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হলে ৪টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ