ডিমলায় তিস্তা চরের অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ


জাহাঙ্গীর রেজা, বিশেষ প্রতিনিধিঃ
 

উত্তর বঙ্গের হিমালয়ের পাদদেশে অবস্থিত তিস্তা নদীর অববাহিকায় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার তিস্তা নদীর আশপাশে হাজারো পরিবারের বসবাস। সন্ধ্যার পর নদীর ঠান্ডায় চরবাসী মানুষ জন হয়ে পড়ে কাবু। হুহু করে বৈইতে থাকে বাতাস। ঘরের ভেতর থাকাও হয়ে পড়ে কষ্টকর। কনকনে শীতে বিপর্যস্ত শীতার্ত হতদরিদ্র সহায় সম্বলহীন দুস্ত পরিবার পরে যায় বিপাকে তাই নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের তিস্তাপাড়ের ঝাড়শিঙ্গেরচর গ্রামের দুইশত পরিবারের মাঝে শীতের কম্বল প্রদান করা হয়েছে। 

গতকাল (৫ জানুয়ারী-২১) দুপুরে “এক সাথে আমরাই, দেশটাকে সামলাই- দুর্যোগে দুভোর্গে সেবা সমন্বয়” এই শ্লোগানে ঢাকার সেবা সমন্বয় আয়োজনে ও নীলফামারীর শাখামাছাহাট কমিটির সহযোগীতায় সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদ চত্বরে ওই চরবাসীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

এসব কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, সেবা সমন্বয় ঢাকাস্থ সদস্য আব্দুল্লাহ আল জুয়ায়েদ, মেসবা-আর রহমান, মাহাদী শুভ, জুবায়ের আহমেদ অর্ণব, শাখামাছাহাটের সদস্য ফৌজিয়া ইয়াসমিন, ইনজামাম-উল-হক নির্ণয়, কাজী জীবন নাহার, শিপন দাস, গোলাম আজিজ মিঠু, সীমা পারভিন,  ও সাংবাদিক বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ