ডিমলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ

‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসান ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বুধবার (৩০-সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়,

মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, উপজেলা সমাজ সেবা অফিসার নুর-নাহার আক্তার নুরী, মৎস্য অফিসার শামীমা আক্তার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অগ্রযাত্রায় বর্তমান সরকারের ভূয়সী প্রসংশা করে বলেন, এসব কন্যাশিশুদের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। যা এখন দেশের আনাচে-কানাচে এসব উদ্যোগের বিষয়ে তুলে ধরা হচ্ছে। কন্যা শিশুদের (বাল্য) বিয়ে প্রতিরোধে কাজ করে যাচ্ছে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ