ডোমারের চিলাহাটি হতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেল আন্তঃনগস ট্রেন রুপসা

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: বুধবার (৩ জুন) দ্বিতীয় ধাপে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশন হতে খুলনার উদ্দেশ্যে রেল পথে আন্তঃনগর ট্রেন রুপসা চলাচল শুরু করেছে। সকাল সাড়ে আটটায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন রুপসা। এবং আজ রাত ৮ টায় একই স্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। সামাজিক দুরত্ব বজায় রেখে এবং রেলের নিয়ম-নীতি বজায় রেখে ট্রেন দুটি চলাচল করবে। ইতিমধ্যে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওযা হয়েছে। ট্রেন দুটিতে খাবারের বগী  সংযোগ থাকলেও সেখানে কোন খাবার থাকবে না। মাস্ক ও টিকিট ছাড়া কোন যাত্রী ট্রেনে উঠতে পারবে না। সকাল সাড়ে নয়টায় সৈয়দপুর রেল স্টেশনে রুপসা ট্রেনটি এসে দাড়ায়। এসময় বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার তানজিরুল রহমান সিদ্দিকী উপস্থিত থেকে যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেনএবং মাস্ক বিহীন যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ